ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

একজন মানবপ্রেমী মানুষ ওসি শ্যামল বণিক

স্টাফ রিপোর্টার, সৈয়দ উবায়দুর রহমান
অক্টোবর ২২, ২০২০ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ওসি
একজন শ্যামল বণিক, একজন মানবপ্রেমী মানুষ যার কর্ম গুণে কাজের দক্ষতা দিয়ে যখন যেখানেই পোস্টিং হয়ে যাননা কেনও সেখানেই তার জ্ঞান,বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে গড়ে তুলেন আদর্শময় স্থান। খুব কম মানুষ আছেন যারা তাদের কর্মস্থল কে পরিচ্ছন্ন রাখেন সব সময় নিজের কথা না ভেবে অন্যের জন্য কাজ করে ছুটে চলা নিষ্ঠাবান মানুষ খুজে পাওয়া সত্যি আজ কাল বড়ই দূসকর বিষয়।

নিয়মিত কাজ তো আছেই তার পাশাপাশি নিরলস ভাবে ছুটে চলেছেন নিরাপদ রাস্তা দূর্ঘটনা থেকে রক্ষা পেতে মানুষকে সচেতন করতে মাইক হাতে রাস্তায় রাস্তায়, গুড টাচ বেডটাচ বুঝানোর জন্য স্কুলে কিংবা অভিভাবক সহ ছাত্র – ছাত্রী কে সচেতন করা,অভিভাবকদের মূল্যায়ন করা, হাটে বাজারে মাইক হাতে নিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা, মাদক মুক্ত রাখতে মদ,জুয়া,ইয়াবা সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা হানাহানি, মারামারি হিংসা মূলক হামলা মামলা সহ ওসমানীগর উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে এলাকার মুরুব্বিয়ান,মুক্তি যুদ্ধা,ইমাম, মুয়াজ্জিন, এলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্থরের জনসাধারণের কাছে গিয়ে নিজের ক্রিয়েটিভ আইডিয়া কে কাজে লাগিয়ে সবার আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন ওসি শ্যামল বণিক।

আমার দেখা অন্যতম সেরা একজন সৎ নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। দেশের প্রতি, মানুষ এর প্রতি অকৃতিম ভালোবাসা আর অবিরাম দায়িত্ব বোধদিয়ে কাজ করেন উনি । কাছের প্রতি উনার দায়িত্ব এবং কর্তব্য আমাকে মুগ্ধ করে। তাই চেষ্টা করি ভালো মানুষের ভালো দিক গুলো কাজ গুলো সামান্য হলেও তুলে ধরার। উনার ভাবনা একটাই পরিচ্ছন্ন কাজ,সভ্য সমাজ সংস্কৃতি, সুন্দর কাজের পরিবেশ সুন্দর একটি দেশ। অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আন্তরিক ভাবে। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দিন, আরও বেশি আলোকিত করুন আপনার সুন্দর মননশীল কাজ, সুচিন্তিত , সুন্দর মনের সবটুকু অভিব্যক্তি দিয়ে গড়ে তুলুন সুন্দর একটি বাংলাদেশ। অনেক সম্মান ও শুভকামনা আপনার গুনগত কাজের প্রতি।

লেখিকা:সাংবাদিক ফারহানা বেগম হেনা