ঢাকাFriday , 16 October 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ফান্সে করোনা মোকাবিলা করতে কারফিউ জারি

Link Copied!

ফান্সে দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলা করতে জারি করা হয়েছে কারফিউ । শনিবার থেকে এই কারফিউ শুরু হবে। রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বলবত থাকবে কারফিউ।

কারফিউ যাতে পুরোপুরি ভাবে সবাই মেনে চলে সেই জন্যে মোতায়েন করা হয়েছে ১২ হাজার পুলিশন সাথে থাকছে দাঙ্গা পুলিশও।

কারফিউ ঘোষণার পর দেশের সর্বত্র চলছে এনিয়ে আলোচনা। আর দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী বলছেন। তাদেরকে আরো সংকটের মধ্যে পড়তে হবে এখন।

কারফিউ এর মধ্যে নির্দিষ্ট সল্প সময়ে তারা কাজ কাজ করবে । সে জন্য মালিকরা তাদের পারিশ্রমিক কতটা দিবে সেটা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে ।

এদিকে দেশটির সরাষ্টমন্ত্রী বলেছেন, জরুরী স্বাস্হ্য সেবার পাশাপাশি রাত ৯ টা পরে যারা কাজ থেকে ফিরবে। তাদের ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না । তবে সেক্ষেত্রে তারা আইন রক্ষাকারী বাহিনীর কাছে প্রত্যয়ন পত্র দেখাতে হবে

কারফিউ চলাকালে কেউ যদি কারফিউ অমান্য করে। তাহলে প্রথমবার তাকে গুনতে হবে ১৩৫ ইউরো দ্বিতীয় বার ১৫০ ইউরো জরিমানা দিতে হবে। একাধিক বার হলে ৬ মাসের জেল এবং ৩৭৫০ ইউরো তাকে গুণতে হবে।

তাই সবাই যাতে আইন মেনে চলাচল করেন সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট সবাই।