1. admin@doinikdakbangla.com : Admin :
করোনায় শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে মেয়র আতিকুল » দৈনিক ডাক বাংলা
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৭ অপরাহ্ন

করোনায় শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে মেয়র আতিকুল

নিজস্বপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা ডটকম
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১১৫ বার পঠিত

এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও মেয়র আতিকুলের সহকারী একান্ত সচিব রিসাদ মোর্শেদও একই হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন গণমাধ্যমকে জানান, গত ১১ অক্টোবর তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার মেয়র একদল কর্মকর্তাসহ মিরপুরের একটি খাল পরিষ্কার করতে যান। অসুস্থ বোধ করায় সেখান থেকে সাথে সাথে চলে আসেন তিনি। এছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোজাম্মেল হক, মেয়রের এপিএস মো. রাসেদ, জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুনসহ আট কর্মকর্তা কারোনার রিপোর্ট পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews