1. admin@doinikdakbangla.com : Admin :
অন্যায়, অবিচার আর জুলুমের বিরুদ্ধে বারবার রুখে দাড়ায় সে -অধ্যাপক আসিফ নজরুল » দৈনিক ডাক বাংলা
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন

অন্যায়, অবিচার আর জুলুমের বিরুদ্ধে বারবার রুখে দাড়ায় সে -অধ্যাপক আসিফ নজরুল

অনলাইন ডেস্ক, দৈনিক ডাক বাংলা ডটকম
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১৯৫ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক ও কলামিষ্ট অধ্যাপক আসিফ নজরুল তার নিজস্ব ফেইসবুক ভেরিফাই পেইজে ডাকসু সদ্য বিদায়ী জিএস ও কোটা সংস্কার আনন্দোলনের আহবায়ক নুরুল হক নুরুকে নিয়ে একটি পোষ্ট দেন। বলেন অন্যায় অবিচার আর জুলুমের বিরোদ্ধে বার বার রুখে দাড়ায় সে।বারবার মার খায়,রক্তাক্ত হয়,জেলে যায়.. ইত্যাদি । দৈনিক ডাক বাংলা পাঠকদের জন্যে নিম্নে হুবহু দেওয়া হলো :

অন্যায়, অবিচার আর জুলুমের বিরুদ্ধে বারবার রুখে দাড়ায় সে। বারবার মার খায়, রক্তাক্ত হয়, জেলে যায়। একদিন সে বলেছিল এতো মার খেয়েছে যে এককাতে বেশীক্ষন শুয়ে থাকতে পারেনা আজো।

তার কাছে সব প্রলোভন ছিল। সব সে প্রত্যাখান করেছে অসীম সততায় আর সাহসে। তার স্ত্রী আছে, আছে সন্তান। সব স্নেহজাল সে তুচ্ছ করেছে দেশের মায়ায়।
বারবার তবু তার বিরুদ্ধে অপপ্রচার হয়, হয় হয়রানির মামলা। ভদ্র নম্র চেহারার মানুষজন সামান্যলোভে তার ‍বিরুদ্ধে মিডিয়ায় চালায় কুৎসিত মিথ্যেচার। ক্ষমতার দম্ভে থাকা অমানুষরা তার হাড্ডি মাংশ খুলে খুলে খেতে চায়।
চারপাশে হায়েনা, শুকর আর শকুনের মাঝে তবু অবিচল সে।

আল্লাহ্ তোমার কাছে দোয়া করি, আমাদের নুর-কে সঠিক পথে রাখো। তাকে রক্ষা করো। তাকে আরো শক্তিশালী করে দাও।
আল্লাহ, আমার দোয়া কবুল করো।

লেখক: ড.আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews