ঢাকাMonday , 12 October 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৭

Link Copied!

গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের শিশু সহ ৭জন যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার (১২অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ঠাকুর মিয়া মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন গোলাপগঞ্জ এলাকার সাজেদা আক্তার, কানিশাইল গ্রামের আব্দুর রহিম, উপজেলার বাদেপাশা ইউপির আব্দুল বাছিত, বিয়ানীবাজার দেবারাই গ্রামের ওয়াছিমা বেগম, হবিগঞ্জের দিপন আহমদ, সিলেটের শাহপরান (র.) থানার মেজরটিলার এখলাছ মিয়া ও দক্ষিণ সুরমার লিলি বেগম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ঠাকুর মিয়া মোড়ে দু দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটিতে থাকা শিশু সহ ৫জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৭জন যাত্রী আহত হয়েছেন।