হে আগামীর কবি- জুবেদা ইসলাম
হে আগামীদিনের কবি, কেবল কবিতা নয়!
সাহিত্যের সব শাখায় থাকুক তোমাদের পদচারণা!
স্বদেশ,সমকাল,সাধারণ মানুষ হবে
তোমাদের সাহিত্য চর্চার মুখ্য প্রণোদনা।
হে আগামীর কবি,দূ্ঃসাহস হিল্লোলিত
তোমার আপন রচনায়
প্রেম অবধারিত হবে বিজয়ের ধারাজলে
তোমার ই আপন রচনায়।
হে আগামীর কবি,করো আকিঞ্চন
তোমাদের রচনায় অবহেলিতদের করতে আলিঙ্গন!
তথাকথিত সভ্য সমাজে ঠাঁই না পাওয়াদের
তোমাদের রচনায় ফুটিয়ে তুলতে হবে অবলিলায়!
হে আগামীর কবি তোমরা হবে
বিভেদমূক্ত কল্যাণী পৃথিবীর স্বাপ্নিক।
শ্রেণিবদ্ধ এই পৃথিবীতে
এক বিন্দুতে মিলিত করবে তোমার রচনা।
হে আগামীর কবি, উদ্ধত পায়ের দাগ রেখে গেছে,
রবি, নজরুল,দিলওয়ার মুজতবারা,
সেই দাগ লক্ষ করে,স্বীয় , কীর্তি ধ্বজা ধরে,
তোমরা ও হবে অমর ,বরণীয়।