ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপে সফল তরুন উদ্যোক্তা মোস্তাকিম রহমান (আমিন)

স্টাফ রিপোর্টার ,শহীদ আহমদ
অক্টোবর ১২, ২০২০ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

তরুন উদ্যোক্তা মোস্তাকিম রহমান (আমিন) । বাবা মুজিবর রাহমান আকন্দ সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে দেশের বিভিন্ন জেলায় থাকার সুযোগ হয়েছে। তাই তার সম বয়সী আট দশটা ছেলে থেকে তিনি ছিলেন একটু ভিন্ন চালাক চতুর প্রকৃতির।
প্রাথমিক ও মাধ্যমিক পাশ করেন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল ও কলেজে। এস.এস.সি পাশ করার পর ভর্তি হন ঢাকা কমার্স কলেজে। সেখান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন।তারপর উচ্চতর ডিগ্রির জন্যে পাড়ি জমান ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নীলস ব্রোক কোপেনহেগেন বিজনেস কলেজে। এবং সেখান থেকে অত্যান্ত সুনাম এর সাথে ইকোনোমিক্স এন্ড ম্যানেজমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন।
সেখানে লেখা পড়ার পাশা পাশি ভাবতে থাকেন নিজে নিজে কিছু একটা করার। যেই ভাবা সেই কাজ!
কলেজে অধ্যায়নকালে কলেজের ভেকেশনে ব্যবসার আইডিয়া নিয়ে ঘুরে বেড়ান ইউরোপের উন্নত বিভিন্ন দেশেগুলোতে।
এবং লেখা পড়ার পাশা পাশি শুরু করেন অনলাইন ভিত্তিক বিশাল একটি প্লাটফরম । সেখানে নিজের অবস্হার জানান দিয়ে কয়েক শ তরুণ প্রবাসীদের কাজের সুযোগ করে দেন তিনি।

উদ্যোক্তা আমিন রহমান এর সাথে কথা বলে জানা যায় যে, ২০১৯ সালে পর্তুগালে বেড়াতে আসেন। এখানকার পরিবেশ ও সুযোগসুবিধা দেখে এক ধরনের ভালো লাগা কাজ করে তার মধ্যে। তাই সিদ্ধান্ত নিলেন এখানে স্থায়ী হবার এবং এখানে যা করার করবেন। পর্তুগাল সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে, রাজধানী লিসবনে শুরু করেন নিজের স্বাধীন ব্যবসা।প্রথম দিকে তার অনলাইন ব্যবসার পাশা পাশি ছোট পরিসরে একটা সুপার শপ চালু করেন। দেখতে দেখতে আজ সুপার শপ অনেক বড় পরিসরে দেখা দিলো।
করোনা মহামারিতে যখন প্রবাসীরা কাজ কর্মহীন। থেমে নেই তার মিশন আর ভিশন অনেককেই অনলাইনে কাজ পেয়ে দিতে সাহায্য করছেন।
এবং তরুণদের সপ্ন দেখাচ্ছেন অনলাইন অফ লাইনে নিজে নিজে কিছু একটা করার।তার কথায় অনেক তরুন তরুণীরা আত্ববিশ্বাস পাচ্ছে নতুন উদ্যোক্তা হবার।
আমিন রহমান বলেন, আজ আমি এই অবস্হানে একমাত্র আমার মা-বাবা র উৎসাহ ও অনুপ্রেরণায় ।
জীবন চলার পথে মা-বাবা আর ফ্যামিলী মেম্বাররা আমার জন্যে পাওয়ার হিসাবে কাজ করে।

আমি চাই আমাদের দেশের তরুনরাও বসে না থেকে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে আসুক । মেধা আর শ্রম দিয়ে কাজ করলে সফলতা আসবেই। ইনশাআল্লাহ