1. admin@doinikdakbangla.com : Admin :
পর্তুগালে বাংলাদেশী ব্যবসায়ীর দোকান ছিনতায়ের চেষ্টা » দৈনিক ডাক বাংলা
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৬:০২ অপরাহ্ন

পর্তুগালে বাংলাদেশী ব্যবসায়ীর দোকান ছিনতায়ের চেষ্টা

স্টাফ রিপোর্টার, শহীদ আহমদ
  • প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১৭৪৫ বার পঠিত

কভিড ১৯ এর কারণে বিশ্বজুড়ে বেকারত্বে হার ক্রমেই বেড়ে চলছে ব্যতিক্রম নয় পর্তুগালও, যার ফলে গত কয়েক বছরের তুলনায় এ বছর অপরাধের হার বৃদ্ধি পাচ্ছে মারাত্বক হারে এবং তার বেশির ভাগই শিকার হচ্ছেন বিদেশী ব্যবসায়ীরা।

গতকাল রাতে লিসবন বাংলাদেশী অধ্যুশীত এলাকা থেকে প্রায় ১০ কি.মি. দূর বারাইরোতে এক বাংলাদেশী ব্যবসায়ীর দোকান ছিনতায়ের ঘটনা ঘটে।

এ ব্যাপারে দৈনিক ডাক বাংলা পর্তুগাল প্রতিনিধি কে নিশ্চিত করেন প্রবাসী তরুণ উদ্যোক্তা মিটুন আহমদ চৌধুরী । তিনি বলেন গতকাল সন্ধ্যায় আমার আশ পাশের ব্যবসা বাণিজ্য সাপ্তাহিক বন্ধ ছিলো । তাই এলাকাটা একটু নিড়িবিল থাকায় বন্ধের ঠিক আগ মুহুর্তে এক যুবক এসে হঠাৎ চুরি ধরে ক্যাশ বক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তিনি সর্তক থাকায় আত্মরক্ষা করেন এবং ক্যাশে হাত দিতে পারে নাই। তবে তাকে হালকা ছুরিকাঘাত কিছু ছিগারেট নিয়ে যেতে সক্ষম হয়।

পর্বতিতে পুলিশ এবং এম্বুলেন্স এসে থাকে উদ্ধার করে হাসপিটালে নিয়ে যায় ।

তিনি আরো উল্লেখ করেন বিগত কয়কে মাস হয়েছে তিনি নতুন ব্যবসা শুরু করেছেন । এ ধরনের ঘটনা ঘটেনি। এবং ইউরোপের মতো উন্নতদেশে আগে কখনই আশা করেন নাই। এজন্য তিনি লিসবনের বাহিরের সকল ব্যবসায়ীদের সতর্ক অবস্হানে থাকার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews