ঢাকাSunday , 11 October 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ধর্ষক গ্রেফতার হয় কেবল পত্রিকায় শোরগোল হলে- ড. আসিফ নজরুল

Link Copied!

বিশিষ্ট লেখক,ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ, কলামিস্ট,ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তিনি তার ফেইসবুক ভেরিফাই পেইজে লিখেছেন। বাংলাদেশে ধর্ষকদের গ্রেফতার করা হয় কেবল পত্র পত্রিকায় লেখা লেখি এবং শোরগোল হলে। দৈনিক ডাক বাংলা পাঠকদের জন্যে নিম্নে তাহুবহু দেওয়া হলো :

‘বাংলাদেশে ধর্ষক গ্রেফতার হয় কেবল পত্রিকায় শোরগোল হলে।

একসময় শোরগোল থামে। ধর্ষক খালাস পেয়ে যায় বিচারে। অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। সরকারী দলের লোকদের ক্ষেত্রে এটি আরো বেশী হয়।

আমার প্রশ্ন বিচারের জন্য শোরগোল তুলতে হবে কেন? বিচার করার জন্য আমরা তো নানরকম ট্যাক্স দিয়ে পুলিশ, প্রসিকিউটর, আদালত এসব প্রতিষ্ঠান রেখেছি। সংবিধান আর আইন বানিয়েছি।
তারপরও আমাদের বিচারের দাবীতে লেগে থাকতে হবে কেন?’