ধর্ষণ বিরোধী আন্দোলনে সোচ্চার হলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে বন্ধে নিজের কড়া বার্তা তুলে ধরেছেন ক্রিকেটার রুবেল।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেশজুড়ে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনের পক্ষে স্ট্যাটাস নেন রুবেল।
তিনি ক্যাপশন লিখেছেন, কিছু মানুষরূপী পশুদের কি দুর্ভাগ্য নারীর পেটে জন্ম নিয়েও নারীকে সম্মান করতে শিখল না।
তিনি আরো লিখেছেন, মা-বোনেরা তোমরা সাবধানে থেকো, এই শহরে মানুষ নামের কিছু পশু আছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার জের ধরে ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে সবাই। তরুণেরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় বইছে।
প্রতিবাদের অংশ হিসেবে অনেক ফেইসবুক ব্যবহারকারী নিজেদের প্রোফাইল পিকচার পুরো কালো করে রেখেছেন।
এর আগে ধর্ষণ বন্ধে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।