ঢাকাTuesday , 6 October 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের প্রতিবাদে যেন আঁধার নেমেছে ফেসবুকে

Link Copied!

দেশ, স্থান, কাল পাত্র অনুযায়ী প্রতিবাদের ভাষা ভিন্ন হয়। কেউ রাজপথে নামেন, কেউ গান-নাটক করেন, কেউ বিবৃতি দেন, আবার হাল আমলে প্রতিবাদ হয় সোশ্যাল সাইটে। দেশজুড়ে চলমান একের পর এক ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের সচেতন মানুষ। তারা রাজপথে নেমেছে। আন্দোলন করছে। পুলিশের মার খাচ্ছে। পাশাপাশি সোশ্যাল সাইটেও নিজের বক্তব্য উপস্থাপন করছে। সবচেয়ে প্রচলিত ব্যপারটি হয়েছে নিজের প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার কালো করে দেওয়া।

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুর ওপর নির্যাতনের ঘটনা ফাঁস হওয়ার পর সোশ্যাল সাইটে প্রতিবাদের ঝড় ওঠে। অনেকেই নিজেদের প্রোফাইল ছবির জায়গায় ব্ল্যাক প্রোপিক আপলোড করতে থাকেন। প্রতিবাদের এই ভাষা ভাইরাল হয়ে যায় গতকাল সোমবার রাত থেকে। অসংখ্য সোশ্যাল সাইট ব্যবহারকারী এই সময়ে নিজেদের প্রোফাইল ছবি কালো করে দেন। আবার অনেকে নিজেদের ছবি কালো করা থেকে বিরত থাকেন। তাদের মতে এসব করে কিছু হবে না। আবার অনেকে এর পক্ষেও মত দেন।
দেশে একের পর এক বীভৎস ঘটনা ঘটার পর প্রোফাইল ছবি কালো করে প্রতিবাদ করে অনেকেই। তবে এবার সেটা ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে সবাইকে বলা হচ্ছে, নিজেদের প্রোফাইল ছবি কালো করতে। এসব আহবান ছাড়া অনেকে নিজ থেকেই এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। তারা একের পর এক ধর্ষণের ঘটনাগুলো সোশ্যাল সাইটে শেয়ার করছেন। এ নিয়ে দেশের দায়িত্বশীলতের হাস্যকর বক্তব্যগুলোও শেয়ার করছেন। তাদের বক্তব্য, বিচারহীনতার কারণেই ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে।