ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

আমি শিগগির ফিরে আসব: ট্রাম্প

অনলাইন ডেস্ক, দৈনিক ডাক বাংলা ডটকম
অক্টোবর ৪, ২০২০ ৪:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,‘আমি মনে করি, আমি শিগগির ফিরে আসব।’

শনিবার রাতে হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও পোস্টে এই আশার কথা বলেন ট্রাম্প। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নির্বাচনী প্রচার শেষে করার ব্যাপারেও আশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘যেভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছিল, আমি তা শেষ করা অপেক্ষায় আছি।’

বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে যাঁরা তাঁকে শুভকামনা জানিয়েছেন এবং যেসব বিশ্ব নেতা তাঁর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, তাঁদের সবার প্রতি তিনি অত্যন্ত কৃতজ্ঞ।

ট্রাম্প বলেন, করোনায় আক্রান্ত ফার্স্ট লেডি খুব ভালো আছেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য ট্রাম্পকে গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হয়। তিনি ওয়ালটার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার আক্রান্ত হওয়ার খবর জানা যায় বৃহস্পতিবার।

এদিকে হোয়াইট হাউসে সংক্রমণ বাড়ছে। ট্রাম্প-মেলানিয়া ছাড়াও গতকাল শনিবার সকালে জানা গেছে, হোয়াইট হাউসের সাবেক কাউন্সেলর কেলিঅ্যান কনওয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিয়েনও করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য থম টিলিস ও মাইক লি করোনায় আক্রান্ত হয়েছেন।