গতকাল ৩ অক্টোবর ২০২০ খ্রিঃ শনিবার বিকাল ৫ ঘটিকার সময় মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “মুজিব শতবর্ষে মুজিব এ্যাওয়ার্ড ২০২০” প্রদান এক অনুষ্ঠান ‘সেগুন থাই এন্ড চাইনিজ হোটেল ‘ সেগুন বাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন-এর সিনিয়র সহ-সভাপতি জনাব, কাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব,প্রফেসর ড. কামাল উদ্দিন আহমদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলোক হেলথ কেয়ার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব, লোকমান হোসেন, মানবসেবা কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক জনাব, এম মঞ্জুর কাদের,বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন ও সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বৃহত্তর ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, সিলেট এর অধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম কে অন্যান্যদের মধ্যে “মুজিব শতবর্ষে মুজিব এ্যাওয়ার্ড ২০২০” প্রদান করা হয়।