জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেমন বড় বড় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে প্রশংসিত হয়েছে, আবার খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজির কারণে তেমনি সমালোচিত হচ্ছে। আর বিএনপির ভবিষ্যৎ নিয়ে অনেকেই সন্দিহান। নানা কারণে দলটি অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছে।
জাপার বনানীর কার্যালয়ে শনিবার দুপুরে এক অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির শাসনামলে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও টেন্ডারবাজি ছিল না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল না। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির বিষয়ে জাপার চেয়ারম্যান বলেন, বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আমদানির সঙ্গে জড়িত হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করছেন। টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর দেখতে চায় না। আগামী দিনে রাজনীতির মাঠে দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় পার্টি আবির্ভূত হবে বলে তিনি দাবি করেন।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন প্রমুখ।