জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের আহবানে জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলার চিকানাগুল বাজার অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে হানিফ মোহাম্মদকে আহ্বায়ক,আবু সুফিয়ান বেলাল ও শামসুজ্জামান চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মো. মইনুল হোসাইনের সভাপতিত্বে এবং মো.কামরুজ্জামান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এ টি এম বদরুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার নুরুল ইসলাম, মো. মনিরুজ্জামান মনির,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল উদ্দিন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াছ উদ্দিন,আহ্বায়ক কমিটির সমন্বয়ক সাইফুল ইসলাম, মাস্টার আব্দুল জলিল,মহিলা সম্পাদিকা অধ্যাপিকা বীনা সরকার,সাংবাদিক পরিষদের সদস্য সচিব ফারুক আহমদ,আইনজীবী পরিষদের সদস্য সচিব মো. আব্দুল্লাহ,বন ও পরিবেশ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী, যুব পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইমাম উদ্দিন প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিট কমিটি গঠনের মাধ্যামে জৈন্তাপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন এটিএম বদরুল ইসলাম,সাইফুল ইসলাম,মইনুল হোসেন,হানিফ আহমদ,মোঃ কয়েছ আহমদ,আব্দুল বাছিত,আব্দুল কাইয়ুম,মোঃ ফারুক আহমদ,জাকারিয়া মাহমুদ,আমির উদ্দিন,মোঃ আব্দুল্লাহ,নাছির উদ্দিন,আশিক উদ্দিন,নুরুল ইসলাম মঞ্জুর,আবুল হোসেন,আব্দুল জলিল,আল আমিন,কুতুব উদ্দিন,রাহেল আহমদ,রহমত আলী,কামাল আহমদ,আমিন আহমদ,মামুন রশিদ,ইমাম উদ্দিন,এমদাদুল হক,নজরুল ইসলাম,সুহেল রানা,শরিফুল ইসলাম,তাজ উদ্দিন,মাসুক আহমদ।