ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে মৃত গরুর মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, জাবেদ আহমদ
অক্টোবর ২, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জের মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম ফয়ছল আহমদ (৫০)। সে উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে স্থানীয় জনতা মাংসের দোকান ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিকভাবে এর সত্যতা পায়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস বিক্রেতাকে মৃত গরুর পচাঁ মাংস বিক্রির অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।