২৭ সেপ্টেম্বর রবিবার বাদ আছর উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি সুনামগন্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মাওলানা তোয়ায়েল আহমদ উসমানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক সাংবাদিক আবুল মোহাম্মদ সিসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদ,১ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী।
জামিয়া নাজাতুল উম্মাহর সাবেক শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতিন ধনপুরী, জামেয়া আমিনিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া নাজাতুল উম্মাহর শায়খুল হাদিস ও শিক্ষা সচিব মাওলানা মহিউদ্দিন মাসুম, তরুন মুহাদ্দিস মাওলানা মুফতি ফুরকান আহমদ,বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল গফফার, মাওলানা আনোয়ার বিন মকদ্দস, প্রফেসর শামসুদ্দিন, এডভোকেট রেজাউল হক রেজা, ব্যবসায়ী দুলাল আহমদ, মাওলানা পাবেল আহমদ, আলী আহমদ,সালেহ আহমদ,মাওলানা আনোয়ার হুসাইন, প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সিলেটের বিশিষ্ট আলেম ও জামিয়া নাজাতুল উম্মাহর সাবেক শায়খুল হাদিস আব্দুল মতিন ধনপুরী।
উল্লেখ্য, মাদানী এ্যকুরিয়ামে পাওয়া যাবে দেশি বিদেশী রঙ্গিন মাছ, উন্নত প্রজাতির কবুতর বিভিন্ন প্রজাতির পাখি ও তাদের খাদ্যদ্রব্য।