ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র জমিয়তের মানববন্ধনে কঠোর হুশিয়ারী: অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার না করলে দাবানল জ্বলে উঠবে!

সিনিয়র স্টাফ রিপোর্টার,সৈয়দ উবায়দুর রহমান
সেপ্টেম্বর ২৬, ২০২০ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বের স্ত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরী।

আজ ২৬ সেপ্টেম্বর শনিবার, বাদ আসর সিলেট নগরীর কোর্ট পয়েন্টস্থ কালেক্টর মাসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা লুৎফুর রহমান।

নগর ছাত্র জমিয়তের সেক্রেটারি ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন- অপরাধী কোন দল করে এটা বড় কথা নয়। নরপশু ধর্ষকদের পরিচয় একটাই, তারা অপরাধী! আধ্যাত্মিক রাজধানী সিলেটে একজন মহিলাকে ধর্ষণ করার মধ্য দিয়ে ওলী-আউলিয়ার গোটা সিলেটকে ধর্ষণ করা হয়েছে। ছাত্রলীগ নামধারী ঐ ঘাতকদের অপতৎপরতা রুখে দিতে পুরো সিলেটবাসীকে ভূমিকা রাখতে হবে। কঠোর আন্দোলনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অবিলম্বে গ্রেফতার করতে হবে গণধর্ষণকারী জালিমদের।

ছাত্রজমিয়ত কর্মী আসাদ মুহাম্মাদ উসামার কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুব জমিয়তের সহসভাপতি মাওলানা আসাদ উদ্দিন, সাংবাদিক সৈয়দ উবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করীম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সহসভাপতি হাফিজ শাহিদ হাতিমী, যুগ্ম সম্পাদক হুসাইন আহমদ, সহসাধারণ সম্পাদক হাফিজ জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক আবু হানিফ সাদী, জামিয়া দারুল কুরআন শাখার সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা লুৎফুর রহমান বলেন- আগামী ২৪ঘন্টার মধ্যে ছাত্রলীগ নামধারী ধর্ষকদের গ্রেফতার করা না হলে মিছিল মিটিং বিক্ষোভসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে সিলেটের ছাত্র সমাজ। তিনি অতীতের স্মৃতিচারণ করে বলেন- শান্ত সিলেটকে অশান্ত করার পায়তারা শুভ হবে না। প্রয়োজনে আবারও সিলেটের সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।