বিকেলে সিলেটের জামেয়া দারুল কুরআন মাদরাসায় বৃক্ষরোপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হলো। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও দারুল কুরআন জামেয়ার প্রিন্সিপাল এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, মিশন ওয়ান মিলিয়ন শুধু বৃক্ষরোপনই নয়, এটি একটি আশার বীজ বপন। মিশন ওয়ান মিলিয়ন কর্মসূচির ১০ লাখ গাছ রোপণের ফলে মুঠো মুঠো সবুজে ভরে উঠবে বাংলাদেশ। তিনি পরিবেশ আন্দোলনে আলেমদের বেশি করে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, গাছ লতাপাতা আল্লাহর জিকির করে। আমরা যদি বেশি করে গাছ লাগাতে পারি, সাদাকায়ে জারিয়ার দ্বারা আমাদের আমলনামা ভারী হয়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন মিশন ওয়ান মিলিয়নের প্রধান ও কওমি ফাউন্ডেশনের উদ্যোক্তা ফায়যুর রাহমান, মিশন ওয়ান মিলিয়নের ভলান্টিয়ার সাংবাদিক আতিকুর রহমান নগরী, বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, এপার-ওপারের সম্পাদক সাংবাদিক সৈয়দ উবায়দুর রহমান, জামেয়া দারুল কুরআনের শিক্ষক মাওলানা আসাদ উদ্দিন, মিশন ওয়ান মিলিয়নের ভলান্টিয়ার বেলাল উদ্দিন ও আফসর উদ্দিন।
গত ৪ সেপ্টেম্বর থেকে মিশন ওয়ান মিলিয়ন ক্যাম্পেইন শুরু করে আলেম উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্ম কওমি ফাউন্ডেশন। প্রথম ধাপে এ বছর ১০ হাজার গাছ লাগানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন শুরু হচ্ছে। আগামী ১০ বছরে ১০ লাখ গাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি।