1. admin@doinikdakbangla.com : Admin :
চরিত্রহনন সরকারের নিকৃষ্ট পলিসি-প্রবাসী সাংবাদিক জুবের আহমদ » দৈনিক ডাক বাংলা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ০৬:১৬ অপরাহ্ন

চরিত্রহনন সরকারের নিকৃষ্ট পলিসি-প্রবাসী সাংবাদিক জুবের আহমদ

জুবের আহমদ, প্রবাসী সাংবাদিক
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৪ বার পঠিত

পর্তুগাল প্রবাসী বিশিষ্ট লেখক সাংবাদিক জনাব জুবের আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বলেছেন চরিত্রহনন সরকারের নিকৃষ্ট পলিসি। দৈনিক ডাক বাংলা পাঠকদের জন্যে নিম্নে তা হুবহ দেওয়া হলো

আমি জানি, বিশ্বের ক্ষমতাশীনদের নিকৃষ্ট হাতিয়ার হচ্ছে নারী । তারা যদি কাউকে গায়েল করতে চায় তাহলে তার পিছনে নারীকে লেলিয়ে দেয় অথবা তার চরিত্র হননে নেমে পরে ।

তারিক রামাদ্বান” ফ্রান্সের একজন ইসলামিক স্কলার। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি ইসলামের পক্ষে বিতর্ক করে সুনাম অর্জন করেছিলেন । তার কথা ফলো করে হাজার হাজার নন-মুসলিম ফরাসীরা।ফরাসী সরকার তাহাকে গায়েল করতে,তাহাকে থামাতে নানা চেস্টা করে যখন ব্যর্থ হলো তখন তার বিরুদ্ধে নারী ধর্ষনের মামলা দিলো ।

সম্ভবত ২০০২ সালের বিশ্বকাপে ইংল্যান্ড এবং ব্রাজিল ম্যাচের পূর্বে,ইংল্যান্ড ফেডারেশনের সহযোগীতায় রোনালদিনহোকে আটকানোর জন্য স্পেনের এক মডেল দিয়ে ধর্ষনের মামলা দেওয়া হয়। উদ্দেশ্য ছিলো রোনালদিনহোর মনোসংযোগে ছিড় ধরানো। তবে শক্ত মনের অধিকারী ফুটবলার রোনালদিনহো সেই ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক গোলটি দেয় ।

বাংলাদেশে বর্তমানে এক আলোচিত এবং সাহসী লোকের নাম নুরুল হক নুরু । ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক সাহসী কন্ঠের নাম নুরুল হক নুরু ।অবৈধ দখলদার সরকারের লাঠিয়াল ছাত্রলীগ এবং পুলিশ লীগ কর্তৃক বারবার নির্যাতীত লোকের নাম নুরুল হক নুরু । সরকার যখন তাহাকে রাজনৈতিক ভাবে মোকাবেলায় ব্যর্থ তখনি সরকার সেই ঘৃন্য পলিসিটি তার বিরুদ্বে এপ্লাই করলো যদিও বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করেনি । তবে বিশ্বাস করেছে সেই মেয়েটি যে নস্টা এবং চরিত্রহীনা ।

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews