প্রবাসী
________জুবেদা ইসলাম
প্রবাসী তোমরা অগ্ৰণী জাতি
বাংলাদেশের প্রাণ!
বাংলার ইতিহাসে থাকবে লেখা
তোমাদের ই নাম।
মা ছেড়েছো বউ ছেড়েছো
আপনজন সব ছেড়েছো
দেশের তরে সব দিয়েছো
দিচ্ছ অবিরাম।
নিজের কষ্ট চাপা দিয়ে
যাচ্ছো করে কাজ
আচ্ছা! কিসের এতো অভাব?
বাড়ি , গাড়ি , টাকা নাকি ভালোবাসার?
না !না ! প্রবাস মানে ই টাকা নয়!
প্রবাস হলো ছোট ছোট আশা
বাবার হাসি, মায়ের ভালোবাসা।
সেতো এক অন্য ভুবন, চোখের জলে ভাসা।