আবারও ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করল সৌদি আরব। দেশটি বলছে, তারা ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে এবং তাদের সব যৌক্তিক দাবি ও ফিলিস্তিন সংকট সমাধানে তাদের সমর্থন থাকবে।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিওম-এর আয়োজিত সৌদি সরকারের মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সৌদি আরবের অবস্থানও স্পষ্ট করা হয়।
বাদশাহ সালমান বলেন, ‘সৌদি আরব জি টুয়েনটি দেশগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী। মহামারিকালের সঙ্কট মোকাবেলায় বৈশ্বিক অর্থনীতিতে অংশীদার হবে সৌদি আরব।
মঙ্গলবার যখন ওয়াশিংটনের হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করছিল, তখন সৌদি আরব ফিলিস্তিনিদের পক্ষে নিজের অবস্থান তুলে ধরল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে বাহরাইন ও আরব আমিরাতের পথ অনুসরণ করবে তারা।
সৌদি আরবের বাদশা সালমানের সঙ্গে কথা বলার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সৌদি আরবও তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড