ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি অথবা নপুংসক করে দেওয়ার মতো ‘দৃষ্টান্তমূলক’ শাস্তিই প্রাপ্য বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানি ফৌজদারি দণ্ডবিধিতে যেমন খুনের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ‘ডিগ্রি’ চিহ্নিত করে পৃথক সাজার ব্যবস্থা আছে, ধর্ষণের ক্ষেত্রেও তেমন হওয়া উচিত।
গত সপ্তাহে লাহোরের কাছে হাইওয়ের ওপর দুষ্কৃতকারীরা পিস্তল উঁচিয়ে গাড়ি থামাতে বাধ্য করে মা ও মেয়েকে। এরপর তাঁদের দুজনকেই ধর্ষণ করা হয়। ওই ঘটনা এরই মধ্যে শোরগোল ফেলেছে পাকিস্তানজুড়ে। সোমবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে ইমরান খান এ প্রসঙ্গে বলেন, ‘আমার মতে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির সাজা দেওয়া উচিত। কিন্তু আমার পরামর্শদাতারা বলেছেন, এমন আইন হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যে অসুবিধার মুখে পড়তে হতে পারে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।