Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের সাজা ‘প্রকাশ্যে ফাঁসি বা খোজাকরণ’ চান ইমরান

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি অথবা নপুংসক করে দেওয়ার মতো ‘দৃষ্টান্তমূলক’ শাস্তিই প্রাপ্য বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানি ফৌজদারি দণ্ডবিধিতে যেমন খুনের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ‘ডিগ্রি’ চিহ্নিত করে পৃথক সাজার ব্যবস্থা আছে, ধর্ষণের ক্ষেত্রেও তেমন হওয়া উচিত।

গত সপ্তাহে লাহোরের কাছে হাইওয়ের ওপর দুষ্কৃতকারীরা পিস্তল উঁচিয়ে গাড়ি থামাতে বাধ্য করে মা ও মেয়েকে। এরপর তাঁদের দুজনকেই ধর্ষণ করা হয়। ওই ঘটনা এরই মধ্যে শোরগোল ফেলেছে পাকিস্তানজুড়ে। সোমবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে ইমরান খান এ প্রসঙ্গে বলেন, ‘আমার মতে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির সাজা দেওয়া উচিত। কিন্তু আমার পরামর্শদাতারা বলেছেন, এমন আইন হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যে অসুবিধার মুখে পড়তে হতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

About Author Information

গোলাপগঞ্জে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধর্ষণের সাজা ‘প্রকাশ্যে ফাঁসি বা খোজাকরণ’ চান ইমরান

Update Time : ১১:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি অথবা নপুংসক করে দেওয়ার মতো ‘দৃষ্টান্তমূলক’ শাস্তিই প্রাপ্য বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানি ফৌজদারি দণ্ডবিধিতে যেমন খুনের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ‘ডিগ্রি’ চিহ্নিত করে পৃথক সাজার ব্যবস্থা আছে, ধর্ষণের ক্ষেত্রেও তেমন হওয়া উচিত।

গত সপ্তাহে লাহোরের কাছে হাইওয়ের ওপর দুষ্কৃতকারীরা পিস্তল উঁচিয়ে গাড়ি থামাতে বাধ্য করে মা ও মেয়েকে। এরপর তাঁদের দুজনকেই ধর্ষণ করা হয়। ওই ঘটনা এরই মধ্যে শোরগোল ফেলেছে পাকিস্তানজুড়ে। সোমবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে ইমরান খান এ প্রসঙ্গে বলেন, ‘আমার মতে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির সাজা দেওয়া উচিত। কিন্তু আমার পরামর্শদাতারা বলেছেন, এমন আইন হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যে অসুবিধার মুখে পড়তে হতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।