ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ, করোনা নাকি আবহাওয়া পরিবর্তন।

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
সেপ্টেম্বর ১৩, ২০২০ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দেশে হঠাৎ করে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। ঘরে ঘরে জ্বরে আ’ক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সাধারণত আবহাওয়ার পরিবর্তনের কারনে বাংলাদেশে এ সময়টাতে জ্বরের প্রকোপ এমনিতেই বৃদ্ধি পায়। বিষয়টি তেমন ভ’য়ের কিছু না হলেও এবারের জ্বরের মাত্রাটা অন্যবারের চাইতে বেশি। বিগত বছরগুলোতে দেখা গেছে- ভাই’রাস জ্বর ৪-৫ দিনে সেরে গেলেও এবারে রোগীকে বিছানায় ফেলে রাখছে ১০-১২ দিন। জ্বরে আ’ক্রান্ত কয়েকজনের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।গত দু-তিন সপ্তাহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শি’শু থেকে বৃদ্ধ- সকল বয়সের মানুষই পড়ছেন এ জ্বরের কবলে।এদিকে, ভাই’রাসজনিত এ জ্বর অনেকের ভেতরে দেখা দিয়েছে করো’না আতঙ্ক। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরাম’র্শ দিচ্ছেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা।চিকিৎসকরা বলছেন, তাপমাত্রার উঠা-নামা, হঠাৎ গরম ও হঠাৎ ঠান্ডা লাগা এবং সর্বোপরি সিজনাল (ঋতু পরিবর্তনজনিত) কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই জ্বর হলে শীত শীত ভাব, মা’থা ব্যথা, শরীরে ও গিরায় ব্যথা, খাওয়ায় অরুচি, ক্লান্তি, দুর্বলতা, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, চুলকানি, কাশি, অস্থিরতা ও ঘুম কম হতে পারে।সিলেটের কয়েকটি হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই সিলেটের বিভিন্ন হাসপাতা’লে ভাই’রাল ফিভা’রে আ’ক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন। তাদের শরীরে সবসময়ই এক শ’র উপরে জ্বর থাকছে। এছাড়াও প্রচণ্ড মা’থা ও শরীর ব্যথা রয়েছে। অনেকের সার্দি-কাশিও।
কেবল সিলেটে নয় সারাদেশেই এমন অবস্থা বিরাজ করছে। বিয়ানীবাজারসহ আশেপাশের উপজে’লায় সাধারন ফ্লু বেড়ে গেছে বলে জানা যায়।