Dhaka ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা – জুবেদা ইসলাম

রোহিঙ্গা
____ জুবেদা ইসলাম

রোহিঙ্গাদের পরিচয় মুসলিম নহে
মানুষ সবার আগে
মানুষ মারার কথা কোন
ধর্মের বিধানে আছে?

তবে কেন পৃথিবীতে ওদের
নিষ্ঠুর নিরবতা?
তাহলে কি মিথ্যা সে অমর বাণী?
” সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”

ওরাইতো দিনে- রাতে মানবতা নিয়ে করে কোলাহল!
যারা করেছে হত্যা হাজারো মুসলিম নর- নারী!
নিহতেরা সবাই মানুষ ছিলো কিনা বসি আমি ভাবি!
সবার কাছে আজ আমি এ প্রশ্ন রাখি!

ওদের নাকি শিরায় শিরায় মানবতা আছে মেলা!
ওরাই নাকি অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ভাসিয়েছে প্রতিবাদের ভেলা!
কেউ কেউ নাকি আবার পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার!
আমি ওদের নরপশু বলে করছি তিরষ্কার!

About Author Information

মোরারিয়া বিজনেস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোহিঙ্গা – জুবেদা ইসলাম

Update Time : ১১:২৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

রোহিঙ্গা
____ জুবেদা ইসলাম

রোহিঙ্গাদের পরিচয় মুসলিম নহে
মানুষ সবার আগে
মানুষ মারার কথা কোন
ধর্মের বিধানে আছে?

তবে কেন পৃথিবীতে ওদের
নিষ্ঠুর নিরবতা?
তাহলে কি মিথ্যা সে অমর বাণী?
” সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”

ওরাইতো দিনে- রাতে মানবতা নিয়ে করে কোলাহল!
যারা করেছে হত্যা হাজারো মুসলিম নর- নারী!
নিহতেরা সবাই মানুষ ছিলো কিনা বসি আমি ভাবি!
সবার কাছে আজ আমি এ প্রশ্ন রাখি!

ওদের নাকি শিরায় শিরায় মানবতা আছে মেলা!
ওরাই নাকি অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ভাসিয়েছে প্রতিবাদের ভেলা!
কেউ কেউ নাকি আবার পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার!
আমি ওদের নরপশু বলে করছি তিরষ্কার!