রোহিঙ্গা
____ জুবেদা ইসলাম
রোহিঙ্গাদের পরিচয় মুসলিম নহে
মানুষ সবার আগে
মানুষ মারার কথা কোন
ধর্মের বিধানে আছে?
তবে কেন পৃথিবীতে ওদের
নিষ্ঠুর নিরবতা?
তাহলে কি মিথ্যা সে অমর বাণী?
” সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”
ওরাইতো দিনে- রাতে মানবতা নিয়ে করে কোলাহল!
যারা করেছে হত্যা হাজারো মুসলিম নর- নারী!
নিহতেরা সবাই মানুষ ছিলো কিনা বসি আমি ভাবি!
সবার কাছে আজ আমি এ প্রশ্ন রাখি!
ওদের নাকি শিরায় শিরায় মানবতা আছে মেলা!
ওরাই নাকি অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ভাসিয়েছে প্রতিবাদের ভেলা!
কেউ কেউ নাকি আবার পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার!
আমি ওদের নরপশু বলে করছি তিরষ্কার!