গতকাল ০৬ সেপ্টেম্বর রবিবার সিলেট কুলাউড়া পর্তুগাল প্রবাসীদের নিয়ে কুলাউড়ার একমাত্র সামাজিক সাংগঠন
KWA of Portugal 🇵🇹 এর ১ (এক) বছর মেয়াদী কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগাল এর প্রতিষ্ঠাতা আহব্বায়ক শফিকুজ্জামান চৌধুরী রিপন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাহের উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে সংগঠনের আহব্বায়ক ৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করেন। নিম্নে কার্যকরী কমিটি
সভাপতি – আরশাদ সুমন
সিনিয়র সহ সভাপতি – মাছুম আলম সুমন
সহ সভাপতি- সিরাজুল ইসলাম সিরাজ
সাধারন সম্পাদক- হোসেইন আহমেদ তপু
যুগ্ম সাধারন সাম্পাদক- বদরুল হোসেন রতন
সহ সাধারন সম্পাদক- সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন
সাংগঠনিক সম্পাদক-মো:জইন উদ্দিন
সহ-সাংগঠনিক সম্পাদক-নোমান হোসাইন।
নির্বাহী পরিষদ ও কার্যকরী কমিটি ঘোষনা করে এবং কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ সদ্য প্রয়াত আলহাজ্ব আব্দুল আহবাব চৌধুরী শাহাজান, স্পেন প্রবাসী কুলাউড়া আলমপুর নিবাসী রেনু হুসাইন রেনু এবং পর্তুগাল প্রবাসী বড়লেখা নিবাসী জামাল এর মৃত্যুতে দোয়া করা হয়।
এসময় বক্তারা বলেন এ সংগঠনটি কুলাউড়াবাসীর সেতুবন্ধনের একমাত্র অবলম্বন। কুলাউড়াসহ নবাগত প্রবাসীদের সহযোগিতা ও পর্তুগালে বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করতে সহায়তা এবং বিশেষ করে দেশে কুলাউড়া উপজেলার আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবে বলে অভিমত জানান তারা ।