অনেক জল্পনা কল্পনার পর পর্তুগালে সিলেটর কুলাউড়ার প্রবাসীদের নিয়ে ‘কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর আত্বপ্রকাশ করে ।জানা যায় পর্তুগালের লিসবন শহরের আল আমেদা পার্কে কুলাউড়ার সর্বস্হরের প্রবাসী ভাইদের নিয়ে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়। কমিঠিটি নিম্নরূপ
সভাপতি:ইকবাল হোসেন
সহ-সভাপতি:শেখ শামীম
সহ-সভাপতি:কামরুল হাসান লিজু
সাধারন সম্পাদক: ইফতেখার আহমেদ রাহী
যুগ্ম-সাধারণ সম্পাদক:চৌধুরী রাজীব
যুগ্ম-সাধারণ সম্পাদক:রুবেল আহমেদ
সাংগঠনিক সম্পাদক:সানজ্জিদ আহমেদ
প্রচার সম্পাদক: তানভীর খান
দপ্তর সম্পাদক: বাবলু আহমেদ
এসময় বক্তারা বলেন এ সংগঠনটি কুলাউড়াবাসীর সেতুবন্ধনের একমাত্র অবলম্বন। কারো মৃত্যুতে দেশে লাশ প্রেরণ, নবাগত প্রবাসীদের সহযোগিতা ও পর্তুগালে বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করতে সহায়তা এবং বিশেষ করে দেশে কুলাউড়া উপজেলার আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবে বলে অভিমত জানান তারা ।
এই সংগঠন কুলাউড়াসহ প্রবাসীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে জোরদার করার চেষ্টা করবে ওপরদিকে বিশেষকরে দেশে কুলাউড়াবাসী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বা কারো কোন বিশেষ বিপদে সাহায্যের হাত প্রসারিত করবে।