বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগের সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
৫ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় নগরীর জিন্দাবাজার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ সিলেট মহানগর শাখার আহ্বায়ক মো: মানিক মিয়া, সদস্য সচিব জাকির হোসেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সাক্ষাৎকালে শফিউল আলম নাদেলের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জবাবে নাদেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত দেশ গড়ার কাজে সবাইকে নিয়োজিত থাকতে তিনি উপস্থিত সবার প্রতি উদাত্ত আহবান জানান।