ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি, সম্মিলিত বয়স ২১৫ বছর

অনলাইন ডেস্ক রিপোর্ট, দৈনিক ডাক বাংলা ডটকম
আগস্ট ৩০, ২০২০ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

৮০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের। বর্তমানে তারা বিশ্বের অতীত রেকর্ড ভেঙে দেওয়া দম্পতি। জানা গেছে, জুলিও সিজার মোরা তাপিয়া (১১০) এবং ওয়ালড্রামিনা ম্যাকলোভিয়া কুইনতেরোস রেয়েস (১০৫) দম্পতির বয়স সম্মিলিতভাবে ২১৫ বছর।

তারাই বিশ্বের সবচেয়ে বেশি সময় দাম্পত্য জীবন পার করা যুগল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে গত মঙ্গলবার নাম লিখিয়েছেন তারা।
যদিও তাদের দাম্পত্য জীবন দীর্ঘ সময়ের। তবে তারা রেকর্ড গড়েছেন সবচেয়ে বেশি বয়সের যুগল হিসেবে। গুণে গুণে তারা ৭৯ বছর ছয় মাস ২২ দিন আগে বিয়ে করেছিলেন।

বর্তমানে তাদের দু’জনেরই শারীরিক অবস্থা ভালো। তাদের ১১ জন নাতি-নাতনি এবং নাতি-নাতনিদের মোট সন্তান ২১ জন। তাদেরও নয়জনের বাচ্চাকাচ্চা হয়েছে।