আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সা ত্যাগ সম্পর্কিত জটিলতা এখনও চলছে। দুই পক্ষ রীতিমতো অংক কষে চাল দিচ্ছে। আইনি জটিলতা এড়াতে ৩১ আগস্ট সোমবার ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার কথা জানালেও প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষুব্ধ মেসি। তিনি বার্সেলোনা ছাড়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যেই মেসি ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, মেসি যদি প্রকাশ্যে বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন, তাহলে বার্সা সভাপতি বার্তোমেউ পদত্যাগ করতে রাজি আছেন। মেসির বার্সা ত্যাগের ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুর সামনে বিক্ষোভ চলছে। বার্তামেউয়ের পদত্যাগ চাওয়া হচ্ছে। বার্সেলোনা শহরের মেয়র পর্যন্ত মেসিকে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে বার্তোমেউ সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছেন।
গতকাল বার্তোমেউ নিজেই নাকি মেসির সঙ্গে আলোচনায় বসার ইচ্ছাপ্রকাশ করেছেন। এর পরেই জল্পনা শুরু হয়, ৬ বারের ব্যালন ডি’অর জয়ী ক্ষুব্ধ তারকা কি রাজি হবেন এই আলোচনায়? সেই শংকাই শেষ পর্যন্ত সত্যি হয়। কোনো অবস্থাতেই বার্তেমেউয়ের সঙ্গে কথা বলতে রাজি নন মেসি। রাতের দিকে বার্তোমেউ পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। বলা হচ্ছে, ক্লাব প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত আসলে মেসিকে চাপে ফেলার কৌশল। পরিবর্তিত পরিস্থিতিতেও রবিবার বার্সার ট্রেনিং কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাবেন মেসি। পরের দিন রোনাল্ড কোমানের প্রথম দিনের অনুশীলনেও যোগ দেবেন তিনি।