২০০৯ সাল থেকে ফ্রান্সে কার্যক্রম চালাচ্ছে ফেসবুক। সেই সময় থেকে ২০১৯ সাল পর্যন্ত সব মিলিয়ে কর বাবদ ফেসবুকের কাছে ফ্রান্স দাবি করে বসেছে ১০ কোটি ৬০ লাখ ইউরো। তবে কোনো ঝামেলা ছাড়া এই বকেয়া দিতে রাজি হয়ে গেছে ফেসবুক। একই সঙ্গে ২০২০ সালের কর বাবদ ৮৪ লাখ ইউরোও অগ্রিম দিয়ে দিতে চায় তারা। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ‘আমরা যেসব দেশে কার্যক্রম পরিচালনা করি, সেসব দেশের কর পরিশোধ করে থাকি। সংশ্লিষ্ট দেশের করের নিয়ম-কানুন মেনেই আমাদের কাজ পরিচালনা করতে চাই।’
এদিকে ফেসবুকের মতো অন্যান্য টেকদানব—গুগল, অ্যাপল, অ্যামাজনও ফরাসি সরকারের সঙ্গে কর পরিশোধ করার জন্য এক সমঝোতায় পৌঁছেছে।