ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বিজয়ী মা-মেয়ে পেলেন প্রধানমন্ত্রীর পুরস্কার

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
আগস্ট ২৬, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত এক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মা ও মেয়েকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করেন। এসময় বিজয়ীদের পুরস্কার ও সনদ হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

কুইজ প্রতিযোগিতায় বগুড়ার তিন বিজয়ীর মধ্যে দুইজন হলেন মা ও মেয়ে। তারা আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার বাসিন্দা ও সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সহধর্মীনি হুমাইরা খানম ও মেয়ে সাদিয়া ইসলাম।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, গত ৭ জুন সারাদেশে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় উক্ত প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। কভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্ব-স্ব ক্ষেত্রে অবস্থানকারী বিজয়ীদের উপস্থিতি নিশ্চিত করে তাদের পুরস্কারের অর্থ ও সনদ বিতরণ অনুষ্ঠানের মূল আয়োজনে জেলা প্রশাসক যুক্ত ছিলেন।