ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বাজে মন্তব্যকারীদের বিচার চাইলেন ফারহানা আফরোজ

Link Copied!

কনে মোটরসাইকেল চালিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। শুধু ভাইরাল নয়, ইউটিউবে অনেকেই এটিকে সমাজের জন্য ক্ষতিকর উল্লেখ করী সংবাদ বানিয়ে নিজের মতো পরিবেশন করেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত তরুণী ফারহান।

স্থানীয় গণমাধ্যমকে ফারহানা বলেন, ২০০৭ সাল থেকে আমি বাইক চালিয়ে। বিয়ের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করতে ভিন্নধর্মী ভাবনা আমার মাথায় ছিল। এই ভাবনা থেকেই তিনি এমন আয়োজন করেছেন। বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই নেচেগেয়ে উৎসব করেছেন। আমি যেহেতু বাইক চালাতে পারি; তাই বাইক চালিয়েই গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে এন্ট্রি দেয়ার পরিকল্পনা করেছি।
ছবি ভাইরাল ও নেতিবাচক খবর প্রকাশ করায় তিনি ফেসবুকে বিষয়টি নিয়ে আইনি সহায়তা চেয়েছেন। লিখেছেন, নতুন কিছু দেখলে সবাই হুমড়ে পড়বে। ভাল খারাপ সবই বলবে৷ আমি ফারহানা আফরোজ বর্তমান ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে আমাকে নিয়ে। কিন্তু আমি কি বলেছি আমাকে ভাইরাল কর? আমি নিজে বাইক চালাই। ঢাকাতে থাকি, অহরহ ছেলেরা হলুদে বাইক নিয়ে এন্ট্রি দিচ্ছে। ও মেয়েরা নেচে৷আমি মেয়ে হয়ে বাইক চালাতে পারি। তাই ভাবলাম বাইক চালিয়েই এন্ট্রি দি।

ফারহানা বলেন, এখন করোনাকালীন বিয়ের প্রোগ্রাম করতে থানা থেকে অনুমতি প্রয়োজন হয়। আমার ক্ষেত্রেও তার ভিন্ন ছিল না। সকল অনুমতি নিয়েই আমার হলুদ ও বিয়ের প্রোগাম। সবই ঠিক থাকত। মেকাপ, ড্রেস, সাজ। এত কথাও হতো না যদি বাইক নিয়ে পার্লার থেকে প্রোগ্রামে না যেতাম। কথা হলো। ভালো খারাপ সব হলো। আমার ছবি আমার থেকে অনুমতি না নিয়ে গ্রুপে গ্রেপে বাজে পোস্ট। একজন বিশিষ্ট ব্যক্তি টিপু ভাই নিউজ করল কেন? আজ মেয়ে হয়ে বাইক চালিয়ে এন্ট্রি তাই? কত মেয়ে বাইকার আজ বাংলাদেশ৷ তাহলে আমি যদি হলুদে বাইক চালিয়ে ঢুকি, কিছু মানুষের এত সমস্যা যে গ্রপে বাজে পোস্ট তো বটেই। কিন্তু ইউটিউব এ ট্রোল। এগুলো কি মেনে নেওয়া যায়? উনি খুব বড় ইউটিউবার। তার থেকে অন্তত এটা আশা রাখি না।

আর কোনো লেডি বাইকারের সাথে এমন যেন না হয় আহবান জানিয়ে বলেন, ‘আমার সাথে এটা হয়েছে আমি চাই না এরাকম হ্যারাসমেন্ট আর কোনও মেয়ে বা লেডি বাইকারের সাথে হোক। এমনিতে ই সমাজে আমারা যারা বাইক চালাই তাদের অনেকের কথার সাথে লড়াই করতে হয়। ধীরে ধীরে এগুলো কমবে তা না বেড়ে ই চলেছে? আর কতদিন দেখব আমাদের সাথে এই অত্যাচার জানি না।’
ফারহানা বিচার চেয়ে বলেন, ‘যেখানে আমাদের প্রধানমন্ত্রী মেয়ে, স্পিকার মেয়ে, দেশ মেয়েরা চালাই সেখানে একটা মেয়ে যে বাইক জানে তার বাইক চালনো কেন সমাজ ভাল ভাবে নিচ্ছে না? নিচ্ছে না মানলাম কিন্তু তার চরিত্র নিয়ে কথা আজে বাজে। এগুলো কিভাবে সহ্য হয়? আমারও পরিবার আছে। বর আছে শশুরবাড়ি আছে৷ আমার বর শ্বশুরবাড়ি না হয় আমার পক্ষে আছে। আমার কোনও সমস্যা নাই। কিন্তু সমস্যা না থাকলেই কি এভাবে একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে হবে? শুধু বাইক চালানো ছবি দেখে সবাই আমার চরিত্র সনদ দিয়ে দিল? এগুলির বিচার কি হবে?

যশোরের সার্কিট হাউজ এলাকার মেয়ে মেয়ে ফারহানা আফরোজ। গত ১৩ আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে এমন আয়োজন করা হয়।