Dhaka ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন ক্লাসের জন্য পূর্বের নির্ধারিত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুল জারি

বেসরকারি বিদ্যালয়ে করোনাভাইরাসের সংক্রমণের আগের সময়ে নির্ধারিত ফি করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকাস্থ চিটাগাং গ্রামার স্কুল ও স্কলাস্টিকা কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
ব্যারিস্টার তানভীর কাদেরসহ দুইজনের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার ও রিট আবেদনকারী ব্যারিস্টার তানভির কাদের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ ও সহকারি অ্যাটর্নি জেনারেল সামীউল আলম সরকার।

পরে ব্যারিস্টার অনীক আর হক বলেন, করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের আগে বিদ্যালয়ে টিউশন ফি যা ছিল এখনও তাই নিচ্ছে। এখন অনলাইনে ক্লাস হচ্ছে। অথচ আগের মতোই ফি আদায় করা হচ্ছে। যা অযৌক্তিক। একারণে রিট আবেদন করা হয়েছে।

About Author Information

গোলাপগঞ্জে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন ক্লাসের জন্য পূর্বের নির্ধারিত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুল জারি

Update Time : ১২:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০

বেসরকারি বিদ্যালয়ে করোনাভাইরাসের সংক্রমণের আগের সময়ে নির্ধারিত ফি করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকাস্থ চিটাগাং গ্রামার স্কুল ও স্কলাস্টিকা কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
ব্যারিস্টার তানভীর কাদেরসহ দুইজনের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার ও রিট আবেদনকারী ব্যারিস্টার তানভির কাদের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ ও সহকারি অ্যাটর্নি জেনারেল সামীউল আলম সরকার।

পরে ব্যারিস্টার অনীক আর হক বলেন, করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের আগে বিদ্যালয়ে টিউশন ফি যা ছিল এখনও তাই নিচ্ছে। এখন অনলাইনে ক্লাস হচ্ছে। অথচ আগের মতোই ফি আদায় করা হচ্ছে। যা অযৌক্তিক। একারণে রিট আবেদন করা হয়েছে।