ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সরকারি বিজ্ঞাপনে আব্দুল কাদেরের নাতনি লুবাবা

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
আগস্ট ২৪, ২০২০ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের রাজস্থান সরকারের করোনা নিয়ে জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছে বাংলাদেশের সিমরিন লুবাবা। বিজ্ঞাপনচিত্রটি এখন রাজস্থানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রদীপ বি খাইরার পরিচালনায় লুবাবা ছাড়াও বিজ্ঞাপনটিতে ভারতের বিভিন্ন রাজ্যের আরো কয়েকজন শিশুশিল্পী অংশ নিয়েছে।

লুবাবা বলে, “আমি টিকটকের পাশাপাশি বিভিন্ন হিন্দি গানে পারফরম করে ফেসবুকে আপলোড করি। ‘তেরি মিট্টি’ নামের একটি হিন্দি গান মাঝখানে বেশ ভাইরাল হয়। সেটি কিভাবে যেন প্রদীপ আংকেলের চোখে পড়েছিল। তিনি ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপে আমার আরো কিছু কাজ চান। সেগুলো পাঠালে তিনি একটি তামিল ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ঝুঁকিপূর্ণ দৃশ্য থাকায় মা রাজি হননি। পরে এই বিজ্ঞাপনচিত্রটি করি।”

লুবাবা ইংরেজি মাধ্যমের ছাত্রী। অভিনেতা আবদুল কাদের তার দাদা। এর আগে বসুন্ধরা এলপি গ্যাস, ভিম লিকুইড, লাইফবয়সহ একাধিক বাংলাদেশি পণ্যের মডেল হয়েছে লুবাবা। পরিচালক রামগোপাল ভার্মার প্রযোজনা প্রতিষ্ঠানের হেড অব প্রডাকশনের দায়িত্বে আছেন প্রদীপ। পাশাপাশি দক্ষিণ ভারতে ছবি প্রযোজনা ও পরিচালনা করেন।