ফিলিস্তিনের আল আকসা মসজিদ সবার জন্য উম্মুক্ত হলে ইসরায়েলের সঙ্গে মুসলিমবিশ্বের দূরত্ব কমে আসবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান উপদেষ্টা জারেদ কুশনার।
গতকাল সোমবার (১৭ আগস্ট) কুশনার এ কথা বলেন। ওয়াশিনটন থেকে টেলিব্রিফিংয়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়াম এ তথ্য নিশ্চিত করে।
কুশনার বলেন, দুবাই থেকে ফ্লাইট চালু করতে ইসরায়েল খুবই আগ্রহী। আমি জানি, অনেক মুসলিমও দুবাই থেকে তেলআবিব ভ্রমণ করতে চান এবং জেরুজালেম পরিদর্শন করতে আগ্রহ পোষণ করে।’
কুশনার আরো বলেন, ‘ইসরায়েল বলেছে, জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ উম্মুক্ত এই মসজিদের সেবক হিসেবে থাকবেন।’ তিনি বলেন, ‘ইসরায়েল-আমিরাত চুক্তির অংশ হিসেবে মুসলিমরা মসজিদে এসে শান্তিপূর্ণভাবে এবাদত করতে পারবে। বিশ্ব দেখতে পাবে যে এ আল আকসা মসজিদ এখন আর হামলার শিকার হয় না। ঐতিহাসিক এই সমঝোতা এ অঞ্চলের ২৬ বছরের ইতিহাসে প্রথম শান্তি প্রথম চুক্তি। ইসরায়েলের ৭০ বছরের ইতিহাসে এটি তৃতীয় চুক্তি। আমি মনে করি, এ চুক্তি অনেকে মধ্যে তীব্র আশাবাদ তৈরি করেছে, মধ্যপ্রাচ্যকে আর অতীতের দ্বন্দ্বের মধ্যে থাকতে হবে না।’
কুশনার আরো বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানুয়ারিতে ঘোষিত শান্তি প্রস্তাবের লক্ষ্য হলো, ইসরায়েল-ফিলিস্তিন দুই দেশের সংঘাতের সমাধান করা। প্রেসিডেন্ট ট্রাম্পের মৌলিক লক্ষ্য পূরণে ইসরায়েল কাজ করবে। তাছাড়া ম্যাপ ও ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ইসরায়েল এগিয়ে আসবে বলে আশা করা যায়। তাছাড়া উভয় রাষ্ট্রের অর্থনৈতিক বিষয়াদিও দুই রাষ্ট্রের মধ্যে শান্তির চুক্তির অন্তর্ভূক্ত থাকবে।’