ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

মক্কা-মদিনার ‍দুই মসজিদ পরিচালনায় নিয়োগ পেলেন ১০ নারী

অনলাইন ডেস্ক রিপোর্ট, দৈনিক ডাক বাংলা ডটকম
আগস্ট ১৬, ২০২০ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের উর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দিয়েছে পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।

আজ রবিবার (১৬ আগস্ট) সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করে।
মসজিদ হারম ও মসজিদ নববির জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনীতি ও উন্নয়নের বিশেষ ভূমিকা পালনের জন্য নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিতে বলা হয়, দুই মসজিদ পরিচালনায় যোগ্য নেতৃত্ব নিয়োগের মাধ্যমে সৃজনশীল কার্যক্রম ও উন্নতি-অগ্রগতি নিশ্চিত হবে।

মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রশাসনিক সহকারি সচিব কামেলিয়া আল দাদি বলেন, ‘দুই মসজিদের পরিচালনা, পরিসেবা, প্রাশসন, প্রকৌশল, তদারক সেবাসহ অন্যান্য দায়িত্বও পালন করবেন তাঁরা। কাবার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, দুই মসজিদ ভবনের গ্যালারি, লাইব্রেরিতেও দায়িত্ব পালন করবেন। তাছাড়া যুবসমাজের নেতৃত্ব প্রতিষ্ঠায় হাজিদের সেবার তরুণ বয়সীদের নিয়োগ নিশ্চিত করা হবে।’
পবিত্র কাবার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের উপ-পরিচালক আব্দুল হামিদ আল মালিকি বলেন, ‘গ্র্যান্ড মসজিদে আসা মানুষদের মধ্যে প্রায় অর্ধেকই নারী। তাই পরিচালনা পরিষদে নারীদের উপস্থিতি আগের চেয়েও উন্নত সেবা নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, ‘তরুণ বয়সে নেতৃত্বের ভূমিকা পালন করতে নারী-পুরুষ উভয়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ দিচ্ছে দুই মসজিদের পরিচালনা পরিষদ। তাছাড়া পরিচালনা বিভাগে নারীর ভূমিকাকে উৎসাহ প্রদান ও দেশের উন্নয়নে তাঁদের নেতৃত্বকে সহায়তা সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ –এর বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।’