ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় বাস চাপায় গুরুত্বর আহত শ্যালক-দুলাভাই

স্টাফ রিপোর্টার, সৈয়দ উবায়দুর রহমান
আগস্ট ১২, ২০২০ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে এনা বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই আহত হয়েছেন। আহতরা হলেন সিলেটের বালাগঞ্জ থানার রতনপুর গ্রামের আব্দুস ছালাম ও তার শ্যালক মুজিব (২৭)।

বুধবার (১২ আগষ্ট) বিকাল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন।

তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুস ছালাম’র শ্যালকের অবস্থা আশঙ্কাজনক।

ওসি আখতার জানান, এনা গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা বাস মোটরসাইকেলকে চাপা দিলে বাসের চাকার নীচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। তাদেরকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আব্দুস ছালামের আত্মীয় আবু বকর জাকারিয়া জানান, তার গ্রামের পাশের গ্রামের বাসিন্দা আব্দুস ছালাম। দূর্ঘটনার আধঘন্টা পূর্বে আব্দুস ছালাম তাদের সাথে বসে নাস্তা করেছেন। পরে জরুরী কাজে সিলেট যাওয়ার জন্য শ্যালককে নিয়ে রওনা দেন এবং ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজার নামক স্থানে দূর্ঘটানায় আহত হন। বর্তমানে তারা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।