ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে একাধিক মামলার আসামীসহ ২জনকে গ্রেফতার

Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে একাধিক মামলার আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (১০ আগষ্ট) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার আমুড়া ইউপির আমনিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে ফয়ছল আহমদ (৩০) ও পৌর এলাকার দাড়িপাতন পশ্চিমপাড়া গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে রুমেছ আহমদ (২৩)। আসামী রুমেছ আহদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই খান জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামী ফয়ছল আহমদ কে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে উপপরিদর্শক মো: জুনেদ আহমদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী রুমেছ আহমদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।