দীর্ঘদিন প্রবাসে থাকার পর মা মাঠির টানে অনেকেই দেশে ছুটিতে আসেন। তার মধ্যে সারা বিশ্বে দেখাদে বিশ্বমহামরি করোনা ভাইরাস
(কভিট-১৯)।
করোনা মহামারির পুর্বে দেশে ছুটিতে আসা অনেকে ভেবেছিলেন মাস দু এক মা বাবা ফ্যামিলির সাথে থেকে আবার পারি দিবেন রুটি রুজির টানে প্রবাসে।
কিন্তু করোনা মহামারি চারিদিকে চরমভাবে বিস্তরভাবে ছড়িয়ে পড়ায় সব দেশেই আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ হয়ে যায়।
তবে জুন মাসের শেষের দিকে থেকে কিছুটা নিয়ন্ত্রিত হলে সব দেশের দূতাবাসের উদ্দোগে কুটনৈতিক তৎপরতায় বিশেষ ফ্লাইট পরিচালনা করে। আটকে পড়া প্রবাসীদের স্ব স্ব দেশে ফিরত আনতে সামর্থ্য হয়।
তবে ভিন্নশুধু মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। সেখানের প্রবাসীরা দেশে এসে আটকে পরে অনেকের ভিসার মেয়াদ চলে গেছে আবার অনেকর চলে যাবে এমতাবস্থায় দূতাবাসা এর সাথে যোগাযোগ করলে তারা (ডাটা লিষ্ট) ছাড়া কার্যত কোনো প্রদেক্ষেপ গ্রহণ করতে পারে নাই!
এমন দুঃসময়ে প্রবাসীদের পাশে দূতাবাসকে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সোশাল মিডায়ায় দূতাবাসকে নিয়ে প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন দূতাবাস তুমি কোথায়? প্রবাসে তোমার কাজ কি? তুমি কি শুনছো প্রবাসীদের আর্তনাদ? তোমার জাগ্রত ঘুম শেষ কোথায়?
নানান জনের নানান প্রশ্ন তবে সবার একটাই আশা দূতাবাস তাদের জাগ্রত ঘুমের অবসাদ দিয়ে প্রবাসীদের কল্যানে কাজ করবে।