গত ৫ ই আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ভোর ৪ টায় সিলেট নূরজাহান হসপিটালে ভর্তি হন আওয়ামীলিগ নেতা, তৈয়ব আলী কলেজ এর অধ্যাপক ফয়েজ আহমেদ বাবর।
শারীরিক অবস্হার অবনতির কারণে উনাকে অাজ ভোরে উন্নত চিকিতসার জন্য ঢাকা ল্যাব এইড হসপিটালে এয়ার এ্যাম্বুলেন্স এর মাধ্যমে ট্রান্সফার করা হয়, কিন্তু ল্যাব এইড হসপিটাল ও উনার কোনো উন্নতি হয় নি, আজ রাত বাংলাদেশ সময় অনুমানিক ১০:৩০ মিনিটে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ আছর জৈন্তাপুর উপজেলার সারিঘাট (উত্তর পার) ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে বাবর এর মৃত্যুতে পুরো জৈন্তাপুরে শোকের ছায়া নেমে এসেছে, তাছাড়া জৈন্তাপুরে সোসাল মিডিয়া গুলোতে বাবর এর মৃত্যুর শোক দ্রুত ছড়িয়ে পরে,উনার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছে জৈন্তাপুরবাসী।