ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক ফয়েজ আহমদ বাবর এর অবস্থা সংকটাপন্ন ঢাকায় স্থানান্তর এর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, মনির হোসেন
আগস্ট ৫, ২০২০ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!


জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ এর অধ্যাপক এবং আওয়ামীলীগ এর নেতা জনাব ফয়েজ আহমেদ অবস্থা সংকটাপন্ন, পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল সকালে উন্নত চিকিৎসার জন্য উনাকে সিলেট নূরজাহান হসপিটাল থেকে ঢাকায় স্থানান্তর করা হবে।

তাছাড়া মঙ্গলবার (৫ আগস্ট) ভোর রাত সাড়ে চারটার পর তাঁকে নুরজাহান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা আগামী ৪৮ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলতে পারবে না বলে জানিয়েছেন।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ডাক্তারের বরাত দিয়ে দৈনিক ডাক বাংলাকে বলেন, ফয়েজ আহমদ বাবর অনেকটা অচেতন অবস্থায় আছেন। নিজে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। মেশিনের সাহায্যে তাঁর শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।’

এদিকে, হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ফয়েজ আহমদ বাবরের রোগ মুক্তি চেয়ে দোয়া চেয়েছেন বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে। তাদের মধ্যে রয়েছে জৈন্তাপুর উপজেলা পরিষদ, জৈন্তাপুর উপজেলা আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখা, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ ও বিভিন্ন শিক্ষক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, ফয়েজ আহমদ বাবর ঈদের পরদিন রোববার কানাইঘাটে বাজারে সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জৈন্তাপুরের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও চিকিৎসা নেন। সোমবার সকালে বুকে ব্যথা নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার সন্ধ্যায় ফয়েজ আহমদ বাবরকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ইকবাল আহমদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। রাতে অবস্থার আরো অবনতি হলে তাঁকে সিলেট নগরীর নুরজাহান হাসপাতলে স্থানান্তর করা হয়। নুরজাহান হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার উন্নতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। বর্তমানে তাঁর হ্রদযন্ত্রে ব্লক থাকায় রক্ত চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না। এছাড়া তাঁর ডায়বেটিকস সহ অনেকগুলো জটিলতা রয়েছে।

অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মঙ্গলবার সকালে মন্ত্রী নুরজাহান হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সাথে আলাপ করে ফয়েজ আহমদ বাবরের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন। এ সময় মন্ত্রী পরিবার সদস্য ও দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ করে ফয়েজ আহমদ বাবরের উন্নত চিকিৎসা নিশ্চিত করণ ও প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।