ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

চলুন জেনে নেই, আর কতোদিন থাকবে…

Link Copied!

সবাই অনুভব করছি কয়েকদিন ধরেই বাংলাদেশে গরম দিচ্ছে। গবেষণা থেকে জানা গেছে অন্তত আরও এক সপ্তাহ থাকবে এই অসহ্যকর গরম।আজ ৫ আগস্ট সিলেটের তাপমাত্রা হচ্ছে ৩৬.৫ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনুভব হচ্ছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

সিলেটের তাপমাত্রা এখন অসহনীয়। এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ তাপমাত্রা না হলেও গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। গত সপ্তাহেও এমন গরম পড়লেও মাঝে মাঝে বৃষ্টি এসে তা করে তুলেছে সহনীয়। তিন-চার দিন থেকে বৃষ্টিহীন চরম গরমে মানুষ যখন পুড়ছে তখন কিছুটা হলেও সুখকর খবর দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াস। আজ বুধবার তাপমাত্রা সামান্য বেড়ে গিয়ে দাড়ায় ৩৬.৫ ডিগ্রী সেলসিয়াসে। তবে বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।