ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছাত্রদল ক্যাডার নূরের বাসা থেকে অস্ত্র-মামলার আসামি কামাল গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি,দৈনিক ডাক বাংলা ডটকম
আগস্ট ৩, ২০২০ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর (হালেয়া) গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে বন্দুক যুদ্ধের ঘটনায় পলাতক আসামি কামালকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০২) আগস্ট রাতে দিরাই থানার এস আই ফাত্তাহ গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মামলা আসামি কামাল মিয়াকে গ্রেপ্তার করেন।

গত ১৬ মে শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাল মিয়ার নেতৃত্বে অবৈধ ৪/৫ টা বন্দুক দিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগে দিরাই থানায় মামলা দায়ের করেন সুনু মিয়া। সেদিনের অবৈধ বন্দুকের গুলিবর্ষণে গুরুতর গুলীবিদ্ধ ৭ জনসহ মোট ২০ জন আহত হয়েছিলেন।

বন্দুকধারীদের অনেকেই একাদিক অস্ত্র মামলাসহ (৩২৬ ধারা মামলা), নারী ও শিশু নির্যাতন/কুপানো (৩২৬ মামলার আসামী। ২/৩ জন কয়েক মাস জেলেও ছিল এবং বর্তমানে জামিনে আছে। অন্যান্য মামলা বিচারাধীন।

গ্রেফতার এর বিষয়ে সত্যতা জানতে এস আই ফাত্তাহ প্রতিবেদককে বলেন উল্লেখিত মামলার অন্যতম আসামি কামাল মিয়া দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন, গোপন সূত্রের ভিত্তিতে রাজনগর (হালেয়া) র কাইয়ুম মিয়ার ছেলে ছাত্রদল ক্যাডার নূর এর সিলেটস্থ বাসভবন থেকে আসামি কামাল মিয়াকে গ্রেফতার করেছি,আগামীকাল আসামীকে আদালতে সোর্পদ করা হবে।এবং পর্যায়ক্রমে বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।