1. admin@doinikdakbangla.com : Admin :
পবিএ ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন' জৈন্তাপুর ' » দৈনিক ডাক বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২০, ১১:৩৩ অপরাহ্ন

পবিএ ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন’ জৈন্তাপুর ‘

স্টাফ রিপোর্টার ; মনির হোসেন
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ১৮৭ বার পঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল প্রবাসী এবং দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক গরীব অসহায় মানুষের একান্ত আপনজন সুখে দুঃখে যিনি সবার আগে গরীবের পাশে দাড়াঁন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলমগীর হোসেন, দেশে এবং প্রবাসে অবস্হানরত সকল জৈন্তাপুর বাসীর প্রতি তিনি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া ও তিনি সকল প্রবাসী এবং বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি দৈনিক ডাক বাংলাকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্বে অর্থনেতিক মন্দা সৃষ্টি হয়েছে, যার প্রভাব আমাদের দেশে ও পড়েছে, তার মধ্যে জৈন্তাপুরের নিম্নাঞ্চল এলাকার মানুষ ৪ বার বন্যার কবলে পরে অসহায়ত্বে দিন কাটাচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ এবং করোনার কারনে জনজীবন বিপর্যস্থ্য, অপরদিকে পাথর নির্ভরশীল জৈন্তাপুর ব্যাবসা-বাণিজ্যে লাগামহীন বন্ধ থাকার কারনে, মানুষ অসহায়ত্ব জীবন যাপন করছে, যার জন্য সরকারী সাহায্য সহযোগীতার মাধ্যমে এ ধরনের মন্দা কাটিয়ে উঠা সম্ভব।

ঈদ মানে হাসি-খুশি,ঈদ মানে আনন্দ-উল্লাস, ঈদ মানে ধনী-গরীবের একাকার মেলামেশা।

তিনি আরো জানিয়েছেন বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে কোলাকুলি,হাত মেলানো ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামাত না পড়ে নিজ নিজ মসজিদে ঈদের জামাত আদায় করতে, সেই সাথে পবিত্র ঈদের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক,দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর্য, ঘুচে যাক করোনার সকল অমানিশা।

পবিত্র ঈদুল আযহা শুভ বার্তা নিয়ে সবার জীবনে আসুক, ছড়িয়ে দিক রহমতের আলো বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
এ প্রত্যাশায় সম্মানিত জৈন্তাপুর উপজেলাবাসীসহ দেশে -বিদেশে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews