1. admin@doinikdakbangla.com : Admin :
ফ্রান্সে পুলিশি নিরাপত্তা-বেষ্টনীর মধ্যে দিয়ে পালিত হল ঈদের জামাত » দৈনিক ডাক বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:০১ পূর্বাহ্ন

ফ্রান্সে পুলিশি নিরাপত্তা-বেষ্টনীর মধ্যে দিয়ে পালিত হল ঈদের জামাত

অনলাইন ডেস্ক রিপোর্ট, দৈনিক ডাক বাংলা ডটকম
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ২০০ বার পঠিত

করোনা শান্ত পৃথিবীকে অশান্ত করে তুলেছে, করোনা ভাইরাসের ধাক্কায় জীবন নামক গাড়ি যেন থমকে গেছে, সুখ-দুঃখ- জন্ম-মৃত্যু সবকিছুই যেন অচেনা অচেনা মনে হয় । ভাইরাসের কারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে এসেছে পরিবর্তন । ব্যতিক্রম নয় ঈদের মতো গুরুত্বপূর্ণ উৎসবও। মরনঘাতি ভাইরাসের হিংস্র থাবা থেকে বাচতে সামাজিক দূরত্ব বজায় রেখে সাদামাটাভাবে ঈদ উদযাপন করছেন ফ্রান্সের মুসলমান ।

ঈদুল ফিতরের সময় ফ্রান্সে লকডাউন থাকার কারনে ছিল না মসজিদের নামাজ পড়ার অনুমতি সরকারের পক্ষ থেকে। এবার তার ব্যতিক্রম ফ্রান্সে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার কারনে মিলেছে মসজিদে নামাজের অনুমতি। পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মতো প্রতিটি মসজিদের আঙিনায় । ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিরা যেন সবাই মাস্ক পড়ে মসজিদে ডুকে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে পুলিশের সজাগ দৃষ্টি ছিল।

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews