ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

এই ঈদেও অসহায় মানুষদের পাশে

অনলাইন ডেস্ক রিপোর্ট, দৈনিক ডাক বাংলা ডটকম
জুলাই ৩০, ২০২০ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

অভিনেতা, প্রযোজক, পরিচালক অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা দম্পতি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার ঈদেও হয়নি ব্যতিক্রম। এরমধ্যে সাধারণ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন দুজন। নগদ টাকার পাশাপাশি তুলে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় পণ্য। সারাদেশে বানভাসী মানুষের জন্যও পাঠিয়েছেন সাহায্য। চলচ্চিত্র শিল্পীদের অনেকে অনন্তর সহযোগিতা নিয়েছেন পরিবার নিয়ে ঈদ পালন করতে।

অনন্ত বলেন, ‌’আমার সামর্থ্য অনুযায়ি প্রথম থেকেই মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। কোরবানির ঈদে প্রত্যেককে বেতন-বোনাস দিয়েছি। সাধারণ মানুষের মুখে হাসি দেখতে ভালো লাগে। আমার মনে হয় বিত্তশালীদের প্রত্যেকে এই দূর্যোগের সময়ে গরীব দুঃখীদের পাশে থাকলে সবার চলতে সুবিধা হবে।’

বর্ষা বলেন, ‌’আমার স্বামী দানশীল মানুষ। তাঁর স্ত্রী হিসেবে আমারও কিছু দায়িত্ব-কর্তব্য আছে। আমিও আমার সাধ্যমতো এবারের কোরবানির ঈদে অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করেছি। আমাদের জন্য দোয়া করবেন।