গত কিছুূ দিন আগে সাদ্দাম হোসেন নামে এক ট্যুর গাইড এর মৃত লাশ জাফলং থেকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অনলাইন পত্রিকায় বেশ কিছু নিউজ হয়। যার ফলে আসামীদের ধরার জন্য পুলিশ খুব তৎপর ছিল।
জানা যায় সাদ্দাম হোসেন পেশায় ছিল একজন ট্যুর গাইডার। তার নিপুন হাতের ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো সারা বাংলাদেশ থেকে আগত ভ্রমণপ্রিয় মানুষের। জাফলং এ গেলে এদেরকে সচরাচরই দেখা মিলে যে কারো ছবি তুলে, কাউকে টুর গাইড করে দিনে যা আয় হয় তা দিয়েই তার পরিবার চলে।
এদিকে জাফলং এ হত্যাকারী সাদ্দাম হোসেনের আসামীদের ধরতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ, তদন্তে উঠে আসে রহস্যময় সব তথ্য, এ ব্যাপারে পুলিশ জানায় শুধুমাএ তার ক্যামেরা এবং মোবাইল এর জন্য টুর গাইড সাদ্দাম হোসেন কে আসামীরা হত্যা করেছে।