ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা করোনায় আক্রান্ত

Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রবার্ট ও’ব্রায়েনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

৫৪ বছর বয়সী ও’ব্রায়ান সেলফ আইসোলেশনে আছেন এবং ঘর থেকে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে শীর্ষ পর্যায়ে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।
এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ও’ব্রায়ানের সর্বশেষ কখন দেখা হয়েছিল। তবে দুই সপ্তাহ আগে মিয়ামি সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তিনি।

একটি সূত্র বলছে, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির প্রকোপ অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে শুরু করেছে। দেশটিতে গত কয়েকদিন ধরে এক হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, বিশ্বে সবচেয়ে ভয়াবহ প্রকোপের মধ্যে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু প্রায় ১ লাখ ৪৭ হাজার ছুঁইছুঁই।
গত প্রায় ১৩ দিন ধরেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রত্যেকদিন গড়ে ৬০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।