ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

কোরবানির হাট ক্রেতাশূন্য, ইজারাদারদের মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
জুলাই ২৭, ২০২০ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর জেলার সব চেয়ে বড় হাট সানন্দবাড়ী হাট প্রায় কোটি টাকার ইজারা মূল্য দিয়ে নেওয়া হাটে আজ সাপ্তাহিক হাটবার ছিল। বিকালের দিকে সেখানে গিয়ে দেখা গেল হাটে গরু আর গরু বিশাল মাঠে তিল ধারনের ঠাই নেই। গরুর তুলনায় ক্রেতা কম।

হাট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২০০টির মতো গরু হাটে উঠেছিল তার ভেতর ৭৪টি গরু বিক্রি হয়েছে। যেখানে গত কোরবানির হাটে এই সময়ে ৭০০টি গরুর মতো বিক্রি হতো। এবারে ঈদে গরু বিক্রি নেই বললেই চলে তাই ইজারাদারদের মাথায় হাত।
অন্যান্য বছর দেশের বিভিন্ন শহর থেকে বড় বড় পাইকাররা এসব বাজারে এসে শত শত গরু কিনে নিয়ে যেত। কিন্তু এবছর করোনা এবং বন্যার কারণে দূর-দূরান্তের বড় বড় পাইকাররা হাটে আসছে না ফলে বড় ধরনের বিক্রি নেই স্থানীয় কিছু পাইকার আর ক্রেতারা যা কিনছেন তাই।

একই অবস্থা দেওয়ানগঞ্জের হাটের আজ সাপ্তাহিক হাটের দিনে গরু বিক্রি খুব কম হয়েছে। গরুর তুলনায় ক্রেতা খুব কম। হাটের মাঠ ছেড়ে গরু বাজারের বিভিন্ন রাস্তায় তুলা হয়।

কোরবানির পশুর হাট গুলিতে ছিল না কোনো সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মানার কোনো নাম ছিল না মানুষের মাঝে। মানুষের মাথার ওপর মানুষ গা ঘেঁষে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এভাবেই চলছে কেনা বেচা।
সানন্দবাড়ী হাটের ইজারাদার মো. রেজাউল করিম লাভলু কালের কণ্ঠকে জানান, আমি কোটি টাকা দিয়ে এই হাট ইজারা নিয়েছি গেল মার্চ থেকে করোনার কারণে ৪২টি হাট নষ্ট হয়ে গেছে এখন আবার বন্যার কারণে হাট জমছে না।

আমার ৩০ লাখ টাকার মতো লস হয়ে গেছে। সামনে কি হবে কেউ জানে না এভাবে হাট চলতে থাকলে আমরা পথে বসে যাব। প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমরা যেন এই ক্ষতি পুষিয়ে উঠতে পারি সে জন্য যেন প্রণোদনা দেওয়া হয়।